ফের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে বিমান হামলার অভিযোগ পাওয়া গেছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েল বলেছে, তাদের যুদ্ধবিমান গাজার মধ্যাঞ্চলে অন্তত তিনটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব স্থাপনা হামাস সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে বলে দাবি করেছে ইহুদিবাদী সেনারা।
বিবৃতিতে বলা হয়েছে, এসব স্থাপনা সামরিক পোস্ট এবং রকেট উৎপাদন কারখানা হিসেবে ব্যবহার করতো হামাস। হামাস নিয়ন্ত্রিত শেহাব বার্তা সংস্থা এই হামলার কথা নিশ্চিত করেছে। হামলায় কী থলনের ক্ষয়ক্ষতি হয়েছে তা কোন পক্ষ থেকে পরিষ্কার করা হয়নি।
ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, হামাসের রকেট হামলার জবাবে তারা গাজার মধ্যাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। হামাসের ছোঁড়া দুটি রকেট তারা ভূপাতিত করেছে তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক