মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) বড়দিনের সকালে স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত তিনজন আহত ও কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, বড়দিনের সকালের বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠেছিল ন্যাশভিল। বড় ধরনের ওই বিস্ফোরণের সঙ্গে একটি সন্দেহভাজন গাড়ির সংশ্লিষ্টতা রয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ