দাউদ ইব্রাহিমের ভাতিজা সিরাজ কাসকার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। করাচির এক বেসরকারি হাসপাতালে ৩৮ বছর বয়সে মৃত্যু হল তার। সিরাজের বাবা সাবিরই প্রথমে দলের মাথা ছিল। পাঠান গ্যাংয়ের নির্দেশে ১৯৮১ সালে গুলি করে মারে মান্য সুরভেকে। মুম্বাইয়ের অন্ধকার জগতের মালিকানা নিয়েই হয়েছিল এই বিবাদ এবং এরপর ক্রমে ক্রমে অবিসংবাদী নেতা হয়ে ওঠেন দাউদ।
সিরাজের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর গোপন সূত্রে পেয়েছে ভারতের মুম্বাই অপরাধ দমন শাখা। জানা গেছে, গত সপ্তাহে কোভিডে আক্রান্ত হওয়ার পর ব্যাপক শ্বাসকষ্ট হতে শুরু করে সিরাজের। করাচির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে 'লাইফ সাপোর্ট' দেওয়া হয়। তাতেও দিন দিন অবস্থার অবনতি হচ্ছিল। পরে বুধবার তার হৃদস্পন্দন কমতে শুরু করে সেই সঙ্গে শরীরের একের পর এক যন্ত্রাংশ কাজ করা বন্ধ করে দেয়। করাচি থেকে মুম্বাইয়ে সিরাজের আত্মীয়দের তার মৃত্যুসংবাদ দেওয়া হয়। সেখান থেকেই সূত্র মারফত খবর পেয়েছে মুম্বাই পুলিশ। সূত্র : আজকাল।
বিডি-প্রতিদিন/শফিক