ভারতীয় নৌবাহিনীর শক্তি আরও বাড়াতে চলেছে ভারত। ভারতের প্রতিরক্ষা দফতরের পার্লামেন্টরি স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যাধুনিক ছয়টি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আজ রবিবার দেশটির এই স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে সংসদের শীতকালীন অধিবেশনে এই বিষয়ে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ১৮টি সাধারণ ও ৬টি পারমাণবিক শক্তিযুক্ত সাবমেরিন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে একটি পারমাণবিক ক্ষমতাশালী সাবমেরিন রয়েছে ভারতীয় নৌবাহিনীর কাছে।
ভারতীয় নৌবাহিনীর পরিকল্পনায় রয়েছে আরিহান্ট শ্রেণির ৬টি সাবমেরিন তৈরি করা। এই সাবমেরিন তৈরি করার সময় বেসরকারি ক্ষেত্রেরও সাহায্য নেওয়া হবে বলে জানানো হয়েছে। বর্তমানে ভারতীয় নৌসেনার কাছে একটি রুশ কিলো শ্রেণি, অত্যাধুনিক ফ্রান্সের স্করপিন শ্রেণির সাবমেরিন রয়েছে। এছাড়াও রাশিয়া থেকে আইএনএস চক্র নামের একটি পারমাণবিক ক্ষমতাশালী সাবমেরিন লিজ নিয়েছে ভারত।
গত ১৫ বছরে আইএনএস কালবেরি ও আইএনএস কান্ডেরি নামের দুটি স্করপিন শ্রেণির সাবমেরিন বানিয়েছে ভারত। আরও জানানো হয়েছে, ভারতীয় নৌবাহিনীর হাতে থাকা ১৩টি সাবমেরিনেরই বয়স ১৭ থেকে ৩১ বছরের মধ্যে। তাই এই মুহূর্তে নতুন সাবমেরিনের প্রয়োজন হয়েছে তাদের।
বর্তমানে পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সম্পর্কের অবনতি হওয়ায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। গোয়েন্দা সূত্রে খবর, ভারতের পানিপথ এখনও নিরাপদ নয়। এই পানিপথকেই ভারতে প্রবেশের জন্য ব্যবহার করার চেষ্টা করছে জঙ্গিরা। এই অনুপ্রবেশের চেষ্টা ব্যাহত করার জন্য তৎপর ভারতীয় নৌসেনা। তাই এই ৬টি পারমাণবিক ক্ষমতাশালী সাবমেরিন বানানোর সিদ্ধান্ত নিল তারা। সূত্র : দ্য ওয়াল।
বিডি-প্রতিদিন/শফিক