ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন হেমন্ত সোরেন। রবিবার দুপুরে রাঁচির মোরাবাদী ময়দানে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। রাজ্যের ১১তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এই ঝড়খণ্ড মুক্তি মোর্চা কার্যকরীর সভাপতি। মুখ্যমন্ত্রীর সাথেই ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কংগ্রেসের আলমগীর আলম, রাজ্যের কংগ্রেস সভাপতি রামেশ্বর ওরাও, আরজেডি বিধায়ক সত্যানন্দ ভক্ত।
ঝাড়খণ্ডের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে ক্ষমতায় আসে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস ও আরজেডি'র জোট। রাজ্যের ৮১ বিধানসভার আসনের মধ্যে জোট পায় ৪৭টি আসন (জেএমএম-৩০, কংগ্রেস-১৬, আরজেডি-০১) এবং গতবারের ক্ষমতাসীন দল বিজেপি পায় মাত্র ২৫ আসন।
ঝাড়খণ্ডের এই নির্বাচনে বিজেপির বাইরের দলগুলোর জোটের এই জয় নতুন করে অক্সিজেন যুগিয়েছে দেশের বিজেপি বিরোধীদের। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল কার্যত বিরোধীদের ঐক্য মঞ্চ। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ছাড়াও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী কংগ্রেসের অশোক গেহলট, ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল লোকতান্ত্রিক জনতা দল নেতা শরদ যাদব, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, আরজেডি নেতা তেজস্বী যাদব, আপ সংসদ সঞ্জয় সিং, ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন, সিপিআই নেতা ডি রাজা, জেএমএম সভাপতি শিবু সোরেন প্রমুখ। ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী বিজেপির রঘুবর দাস।
শপথের দিনটিকে 'সংকল্প দিবস' হিসেবে উদযাপন করছে ক্ষমতায় আসা ঝাড়খণ্ড মুক্তি মোর্চাসহ অন্য জোটের শরিকরা। পরে টুইট করে রাহুল গান্ধী জানান, আমি রাঁচিতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং কংগ্রেসের সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। আমি আশাবাদী ঝাড়খণ্ডের নতুন এই সরকার সকল মানুষের কল্যাণে কাজ করবে।
বিডি-প্রতিদিন/শফিক