সৌদি আরবের তেল স্থাপনায় কয়েক দফা হামলার পর এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জাপান। তবে জাপানের এ যুদ্ধজাহাজ সেখানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে কোনো কাজে অংশ নেবে না। এটি শুধুমাত্র গোয়েন্দা কার্যক্রমে অংশ নেবে।
তবে চলতি বছরে মধ্যপ্রাচ্যে জাপানি ট্যাংকারসহ বেশ কয়েকটি পণ্যবাহী ট্যাংকারও হামলার শিকার হয়েছিল। জাপানের যুদ্ধজাহাজ পাঠানোর পেছনে সেটিও একটি কারণ বলে খবরে উল্লেখ করা হয়েছে।
এদিকে উপসাগরে একের পর জাহাজে হামলার পিছনে ইরান জড়িত বলে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে। যদিও ইরান সবসময় এ অভিযোগ অস্বীকার করেছে।
বিডি প্রতিদিন/হিমেল