টানা ১৪৫ দিন বন্ধ থাকার পর ইন্টারনেট চালু করা হলো ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল লাদাখের কার্গিল এলাকায়।
চলতি বছরের গত ৫ আগস্ট ভারতের জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল কার্গিলে।
প্রশাসন সূত্রে খবর, গত চার মাসে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটায় কার্গিলে স্বাভাবিক অবস্থা ফিরে আসে, এর পরই সেখানে এই সেবা চালু করা হয়েছে।
ইতিমধ্যেই ব্রডব্যান্ড সেবা চালু হয়ে গেছে। ধর্মীয় নেতাদের পক্ষ থেকে অনুরোধ জানিয়ে বলা হয়েছে, কেউ যেন এই ইন্টারনেটের অপব্যবহার না করে।
দুই দিন আগেই কাশ্মীরে মোতায়েন ৭ হাজার আধাসামরিক বাহিনীকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। গত আগস্ট মাস থেকে প্রায় চার মাস ধরে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল উপত্যকায়। সে দিক থেকে ইন্টারনেট চালু করা সরকারের বড় সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে।
তবে লাদাখে ইন্টারনেট সেবা চালু করা হলেও সমগ্র কাশ্মীরে তা এখনই চালু করা হচ্ছে কিনা তা পরিষ্কার নয়। গত আগস্ট থেকে কাশ্মীরে গৃহবন্দী হয়ে থাকা রাজনৈতিক নেতাদের কবে ছাড়া হবে সে বিষয়েও কিছু জানা যায়নি।
বিডি প্রতিদিন/ফারজানা