ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) প্রতিবাদে তোলপাড় গোটা ভারত। কেউ বিক্ষোভকে আন্দোলনের পথ হিসাবে বেছে নিয়েছেন। আবার কারও প্রতিবাদের ভাষা ছবি। প্রি ওয়েডিং ফটোশুটের মাধ্যমে সিএএ’র বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানায় ভারতের এক দম্পতি। এবার মেকআপ টিউটোরিয়ালের ভিডিওকে প্রতিবাদের মাধ্যম হিসাবে বেছে নিলেন এক মার্কিন তরুণী।
জানা গেছে, ফিরোজা আজিজ নামে ওই মার্কিন তরুণী মূলত মেকআপ টিউটোরিয়ালের টিকটক ভিডিওর মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে। সম্প্রতি তার ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যাতে মূলত কীভাবে ত্বকের যত্ন নেওয়া যায়, সেই সংক্রান্ত আলোচনাই চলছিল। কিন্তু আচমকাই সেই আলোচনার মাঝে চলে আসে সংশোধিত নাগরিকত্ব আইনের(সিএএ) প্রসঙ্গ। এই আইনের তীব্র বিরোধিতা করে ফিরোজা। এমনকী এই আইন ভারতীয় সংবিধান বিরোধী বলেও দাবি করেন তিনি। শেষে যদিও আবার মেকআপ টিউটোরিয়াল প্রসঙ্গে ফিরে যায় ফিরোজা।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/শফিক