ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান মিগ-২৯ বিধ্বস্ত হয়েছে। এসময় ওই বিমানের দুই পাইলট নিহত হন।
বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের সাবালান পর্বতের কাছে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির গণমাধ্যম জানায়, এ ঘটনায় তুষারাবৃত পর্বতের আশপাশে ধোঁয়া উড়ছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। বিধ্বস্ত বিমানটিতে কেউ বেঁচে আছে কি-না তার সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির সামরিক বাহিনী।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, বিমানটি আর্দেবিল প্রদেশে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটিতে কতজন ছিল তা পরিষ্কার করে জানানো হয়নি। দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধান করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন