তীব্র দাবদাহে পুড়ছে অস্ট্রেলিয়ায়। দেশটি পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৯ সেন্টিগ্রেড পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া ওই এলাকায় দাবানল, স্বাস্থ্য ও বাতাসের মান নিয়েও সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া বিভাগ জানিয়েছে, পিলবারা অঞ্চলের মার্বেল বার ও প্যাননাওনিকাতে তাপমাত্রা সর্বোচ্চ ৪৯ সেন্টিগ্রেড পর্যন্ত উঠতে পারে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে মার্বেল বারে তাপমাত্রা ৪৩ দশমিক ৪ সেন্টিগ্রেড রেকর্ড করা হয়েছে।
এদিকে বুধবার আবহাওয়া বিভাগ জানিয়েছিল, পশ্চিম অস্ট্রেলিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডের মধ্যাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা বাড়ছে। অন্য অঞ্চলের তুলনায় দক্ষিণে গড় তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি।
এর আগে ১৯৬০ সালে দক্ষিণ অস্ট্রেলিয়ার উদনাদাত্তা বিমানবন্দরে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ৭ সেন্টিগ্রেড রেকর্ড করা হয়েছিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ