মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে গোপন সফরে ইরাকে গেছেন। এ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী মেলানিয়া। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গে তারা বৈঠক করেছেন। যেসব যুদ্ধ এবং তার ব্যয় নিয়ে ট্রাম্প এর আগে বিভিন্ন সময় হাস্যরস ও ব্যঙ্গ করেছেন ইরাকযুদ্ধ তার অন্যতম।
ইরাক আগ্রাসনের ১৫ বছর পরও দেশটিতে অস্থিতিশীল অবস্থা বিরাজ করার কারণে বাধ্য হয়ে ওয়াশিংটন থেকে গোপন বিমানে করে বাগদাদ গেছেন ট্রাম্প। বিমানটি বুধবার ইরাকের আনবার প্রদেশের আইন আল-আসাদ ঘাঁটিতে অবতরণ করে।
যখন মেক্সিকো ওয়াল নির্মাণের জন্য তহবিল যোগান দেয়া নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সরকার শাটডাউনের মুখে পড়েছে এবং সিরিয়া থেকে সেনা প্রত্যাহার নিয়ে যখন তার সরকার নানা সমালোচনার মুখে তখন তিনি ইরাক সফর করছেন। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের কাছে নিজের শক্ত অবস্থান তুলে ধরেন।
যদিও ইরাকযুদ্ধ ও আনুষাঙ্গিক ব্যয় নিয়ে এর আগে তিনি হাস্যরস এবং সমালোচনা করেছেন তবে তিনি এ সফরে গিয়ে ইরাক থেকে সেনা প্রত্যাহারের কোনো ঘোষণা দেন নি। তিনি বরং ইরাকের আল-আসাদ বিমান ঘাঁটিকে যুদ্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। ইরাকে বর্তমানে ৫,০০০ সেনা মোতায়েন রয়েছে।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৭/আরাফাত