ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট চরম-ডানপন্থি জেইর বলসোনারো আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। নির্বাচনী প্রচারণার সময় ৬৩ বছর বয়সী বলসোনারোকে পেটে ছুরিকাঘাত করা হয়। সম্প্রতি তিনি বলেছেন, অপরাধের জবাব তিনি অস্ত্রের মাধ্যমে দিতে চান।
তিনি বলেন, যদি একজন ট্রাকচালকের কাছে অস্ত্র থাকে আর কেউ তার গাড়ি চুরির চেষ্টা করে তাহলে চোর মারা যাবে। এ ঘটনায় চালককে শাস্তি দেয়া হবে না। এতে ব্রাজিলে অপরাধের পরিমাণ কমে আসবে।
তবে গণতন্ত্রের প্রতি হুমকি হবেন না দাবি করে জেইর বলসোনারো বলেছেন, তিনি সংবিধানের আজ্ঞাবহ দাস হয়ে থাকবেন। সরকার পরিচালনা করবেন কিন্তু কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করবেন না।
বিভিন্ন সময় বর্ণবাদী, সমকামীবিরোধী ও নারীবিদ্বেষী মন্তব্য করে সমালোচিত হয়েছেন জেইর বলসোনারো। আর বিতর্কিত বিভিন্ন বক্তব্যের কারণে তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগেজ দুতার্তের সঙ্গে তুলনা করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা