যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হঠাৎ অঘোষিত এক সফরে ইরাক গেছেন। সঙ্গী হিসেবে আছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। বুধবার শেষরাতের দিকে আকস্মিকভাবে ইরাকের পশ্চিম বাগদাদে অবস্থান নেওয়া মার্কিন সেনাদের বড়দিনের শুভেচ্ছা জানাতে যান ট্রাম্প দম্পতি।
বিবিসি জানিয়েছে, তারা বড়দিনের রাতের পর ইরাকে যান। সেখানে মূলত মার্কিন সেনাদের ধন্যবাদ জানান তারা। হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন সেনাদের সেবা, সাফল্য এবং ত্যাগের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প ও মেলানিয়া।
এসময় ট্রাম্প জানান, ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের কোনও পরিকল্পনা তাদের নেই। ট্রাম্প এমন সময়ে ইরাক সফরে গেলেন যার কয়েকদিন আগেই সেনা অবস্থান ও প্রত্যাহার ইস্যুতে মধ্যপ্রাচ্যে কৌশলগত পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে মতানৈক্য হওয়ায় পদত্যাগ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। উল্লেখ্যে, ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ করতে ইরাক সরকারের সঙ্গে যৌথভাবে অভিযান চালাতে দেশটিতে এখনও প্রায় ৫ হাজার মার্কিন সেনা অবস্থান করছে ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন