রাশিয়া হাইপারসনিক নিউক্লিয়ার মিসাইল মোতায়েনে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার দ্রুতগতির এবং অত্যাধুনিক মিসাইলের পরীক্ষা পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বুধবারের এই পরীক্ষা সফল হয়েছে বলে জানান তিনি। খবর রয়টার্সের।
প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, আগামী বছর থেকে এই মিসাইল মোতায়েন করা হবে। সশস্ত্র বাহিনীর হাতে যাবে অত্যাধুনিক মিসাইল।
গত মে মাসে রাশিয়ার বিজয় দিবসের প্যারেডে কেএইচ-৪৭এম২ কিনজাল নামে হাইপারসনিক নিউক্লিয়ার অস্ত্র প্রদর্শন করা হয়। গত মার্চেই এই বিশেষ ক্ষমতাসম্পন্ন কৌশলী অস্ত্রের কথা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট পুতিন।
বিডি প্রতিদিন/কালাম