ভারতের তেলেঙ্গানা রাজ্যে ‘নিচু জাত’র ছেলেকে বিয়ে করার অপরাধে নিজের মেয়েকে হত্যার পর দেহ পুড়িয়ে সেই ছাই নদীতে ফেলে দিলেন বাবা। শনিবার তেলেঙ্গানা রাজ্যের কালামাদুগু নামক গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত বাবা-মাকে গ্রেফতার করা হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরিবারের কয়েকজন সদস্যের সহায়তায় অনুরাধার বাবা-মা তাকে হত্যা করে দেহ পুড়িয়ে ফেলে। পরে প্রমাণ নিশ্চিহ্ন করতে ছাই নদীতে ভাসিয়ে দেয়া হয়। অনরাধা ডিপ্লোমা নিয়ে পড়ালেখা করেছে এবং লক্ষ্মণ কম্পিউপটার অপারেটর হিসেবে কর্মকরত ছিল।
পুলিশ জানিয়েছে, লক্ষ্মণ নামে এক ছেলের সঙ্গে পিনডি অনুরাধার (২০) দীর্ঘদিনের সম্পর্ক ছিলো। লক্ষ্মণ নিচু জাতের, এই অভিযোগে অনুরাধার পরিবার সম্পর্কের বিরোধিতা করায় গত ৩ ডিসেম্বর তারা পালিয়ে হায়দ্রাবাদ গিয়ে বিয়ে করেন। এরপর ২০ দিন পর গত শনিবার (২২ ডিসেম্বর) দুজনেই গ্রামে ফিরে এসে লক্ষ্মণের বাড়িতে বসবাস শুরু করেন। খবর পেয়ে সেদিনই লক্ষ্মণকে মারধর করে তার বাড়ি থেকে অনুরাধাকে জোরপূর্বক ধরে নিয়ে যান তার বাবা ও পরিবারের সদস্যরা। এরপর তাকে হত্যা করা হয় এবং মরদেহ পুড়িয়ে ছাই নদীতে ফেলে দেয়া হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন