ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সকল প্রকার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। মঙ্গলবার দেশটির জাতীয় বাজেট ঘোষণাকালে এ কথা বলেন তিনি।
রুহানি বলেন, যুক্তরাষ্ট্র চেয়েছিল আমরা তাদের কাছে মাথা নত করি কিন্তু ইরান তা কখনো করবে না। তিনি বলেন, এটা সত্য যে, ইরানের অর্থনীতি ও নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞায় বিরুপ প্রভাব পড়েছে। কিন্তু তার মানে এই নয় ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে।
এদিকে, তেহরানের জুমার খতিব আয়াতুল্লাহ মুহাম্মাদ আলি মোয়াহেদি কেরমানি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্র দিবস উপলক্ষে তিনি ১৯৫৩ সালে ছাত্রদের ওপর পাহলাভি স্বৈরশাসকের হত্যাযজ্ঞের কথা স্মরণ করে আরও বলেন, ওই হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল। রেড ইন্ডিয়ানদের রক্তের ওপর গড়ে ওঠা যুক্তরাষ্ট্র ইরান বিরোধী সকল অপকর্মের সঙ্গেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত ছিল বলে দাবি করেন কেরমানি।
ইরানের বিরুদ্ধে নোংরামি ও ষড়যন্ত্রের ক্ষেত্রে ব্যর্থতার রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। নতুন করে আরোপিত নিষেধাজ্ঞাসহ সকল ষড়যন্ত্রও চরমভাবে ব্যর্থ হবে বলে দৃঢ়তার সঙ্গে দাবি করেন কেরমানি।
বিডি প্রতিদিন/এ মজুমদার