যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ডোনাল্ড ট্রাম্প এরদোগানের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তুরস্ক সফর করবেন বলে জানিয়েছেন।
এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।
সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠক শেষে কালিন বলেন, প্রেসিডেন্ট এরদোগানের দাওয়াত গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নতুন বছরে তুরস্ক সফর করবেন। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি।
ডোনাল্ড ট্রাম্পের আগামী বছর তুরস্ক সফরের বিষয়টি হোয়াইট হাউসও নিশ্চিত করেছে। হোয়াইট হাউজ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত সফরের পরিকল্পনা ঠিক করা হয়নি। তবে আগামী বছর প্রেসিডেন্ট ট্রাম্পের তুরস্ক সফরের কথা রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম