তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ একজন সন্ত্রাসী এবং তার সঙ্গে সিরিয়ার শান্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়া অসম্ভব। কারণ তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছেন।
এরদোয়ানের এ বক্তব্যের পাল্টা জবাব সঙ্গে সঙ্গেই দিয়েছে সিরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার গৃহযুদ্ধে বাশারের বিরুদ্ধে লড়াইরত সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করছেন এরদোয়ান।
বাশারকে ক্ষমতাচ্যূত করতে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে তুরস্ক। কিন্তু এর রাজনৈতিক সমাধানের জন্য সিরিয়ার মিত্র রাশিয়া ও ইরানের সঙ্গে কাজ শুরুর পর সুর নরম রেখেছে তারা। সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৭/ফারজানা