গত বৃহস্পতিবার ভারতের লোকসভায় পাশ হয়েছে তিন তালাক বিল৷ কংগ্রেস ও শরীকদের সহায়তায় লোকসভায় সেই বিল পাশ করতে খুব একটা বেগ পেতে হয়নি মোদি সরকারকে৷তবে এবার তিন তালাক বিল পাশ হতে না হতেই বহুবিবাহ বন্ধ করা নিয়ে সরব হয়েছেন নারীরা৷এই প্রথা বন্ধ করতে তারা সরাসরি সরকারের কাছে তাদের দাবি পেশ করেছে৷
এই বিষয়ে মুসলিম নারীরা জানিয়েছেন, তিন তালাকের থেকেও বহুবিবাহের এই নিয়ম আরও ভয়াবহ৷যদি এই প্রথাটা কোনোভাবে বন্ধ করা যায় তাহলে মুসলিম নারীরা সমাজে শক্তিশালী হবেন৷
আইনজীবী ফারাহ ফায়েজ রিজওয়ানা রাজিয়া শীর্ষ আদালতে তিন তালাক এবং বহুবিবাহ প্রথা বন্ধের জন্য লড়ছিলেন৷ তিন তালাক বিল পাশ হওয়ার পর এখন তিনি যথেষ্ট খুশি৷তিনি বলেন, তিন তালাকের এই প্রথা থেকে এখন মুক্ত মুসলিম নারীরা৷যা এই সমস্ত মুসলিম নারীদের জন্য একটি নতুন দিকের সূচনা হল৷
এই প্রসঙ্গে বহুবিবাহের শিকার রিজওয়ানু জানিয়েছেন, তিন তালাকের থেকেও এখন আরও ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে বহুবিবাহ৷ এখন নতুন বিল পেশ হওয়ার ফলে তিন তালাক না দিয়েও চলবে বহুবিবাদ৷ তাই শিগগিরই এই ব্যবস্থাটির বিরুদ্ধেও জোরাল পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তিনি দাবি করেন৷
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/হিমেল