থাইল্যান্ডের বাসিন্দা পুদিত কিত্তিত্রাদিলকের বয়স ৩৪ হলেও তার বিরুদ্ধে অভিযোগ পিরামিড ছুঁয়ে ফেলেছে। তাই তার শাস্তিটাও হলো ব্যতিক্রমী। হাজার হাজার ব্যক্তির সঙ্গে প্রতারণার জন্য তাকে ১৩ হাজার ২৭৫ বছর জেল দিয়েছে থাইল্যান্ডের এক অপরাধ আদালত। শুক্রবার আদালত ওই সাজা ঘোষণা করে।
গত আগস্টে পুদিত কিত্তিত্রাদিলককে গ্রেফতার করা হয়। তিনি পনজি একটি প্রকল্প চালানোর কথা স্বীকার করেছেন, যেখানে তিনি বিনিয়োগকারীদের সর্বোচ্চ মুনাফা দেয়ার আশ্বাস দিতেন।
৪০ হাজারের বেশি মানুষ ওই প্রকল্পে ১৬০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। এরকম প্রায় ২ হাজার ৬৫৩টি প্রতারণার অভিযোগ আছে এবং অভিযুক্ত পুদিত কিত্তিত্রাদিলক সেসব স্বীকার করে নিয়েছেন। এজন্য তার সাজা কমিয়ে দেয়া হয়েছে। তাকে ২০ বছর কারাগারে থাকতে হতে পারে। সূত্র : ব্যাংকক পোস্ট
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৭/ফারজানা