ভারত পরীক্ষামূলকভাবে অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সুপারসনিক ইন্টারসেপটর মিসাইলের সফলভাবে উৎক্ষেপণ করেছে। সোমবার ওডিশায় এই মিসাইলটির উৎক্ষেপণ করা হয়৷ মিসাইলটি লো অল্টিটিউটে থাকা যেকোনও ব্যালিস্টিক মিসাইলকে একেবারে ধ্বংস করে দিতে পারে৷
প্রসঙ্গত, চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার নিজেদের তৈরি মিসাইল পরীক্ষা করল ভারত। এই ইন্টারসেপ্টর মিসাইলকে একটি টার্গেটের বিরুদ্ধে উৎক্ষেপণ করা হয়। লঞ্চ কমপ্লেক্স ৩ থেকে উৎক্ষেপণ করা হয় পৃথ্বী মিসাইল। তার বিরুদ্ধেই ছোঁড়া হয় এই ইন্টারসেপটর মিসাইল। ওড়িশায় বালাসোরের কাছে চাঁদিপুরে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, এই ইন্টারসেপ্টর মিসাইলটি প্রথমবারেই একেবারে সফলভাবে উৎক্ষেপণ হয়েছে৷ এর আগেই মিসাইল উৎক্ষেপণটি ১মার্চ এবং ১১ফেব্রুয়ারি হয়েছিল৷ ট্র্যাকিং রাডার থেকে সিগন্যাল পাওয়ার পরেই ছোঁড়া হয় ইন্টারসেপটর মিসাইলটি। যা পৃথ্বী মিসাইলকে মাঝ-আকাশেই ভেঙে দেয়৷ চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এই পৃথ্বী মিসাইলটি ছোঁড়া হয়৷ সূত্রের খবর, ইন্টারসেপটর মিসাইলটি ৭.৫মিটার লম্বা৷ এর মধ্যে রয়েছে বিশেষ নেভিগেশন সিস্টেম, হাই-টেক কম্পিউটার ও ইলেকট্রো-মেকানিক্যাল অ্যাকটিভেটর। কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার