বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সংখ্যা ক্রমশ কমছে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু।রাজ্যসভায় কংগ্রেস সাংসদ রোনাল্ড সাপা টিলাওয়ের প্রশ্নের উত্তরে রিজিজু এ তথ্য জানান।
তিনি আরও বলেন, বিএসএফ-এর কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সীমান্ত দিয়ে ৫৪৩ টি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ২০১৬ সালে এই অনুপ্রবেশের সংখ্যা ছিল ৮৩২টি এবং ২০১৫ সালে ১০৪৭টি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বছর মোট ১০৮৫ অনুপ্রবেশকারীদের সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ২০১৬ সালে সেই সংখ্যাটা ছিল ২০৭৫টি।
বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশের সংখ্যা ক্রমশ কমছে বলে এমন তথ্য সম্প্রতি বিএসএফ’এর দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের পরিসংখ্যানেও উঠে এসেছিল। বাংলাদেশের সঙ্গে দীর্ঘ ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে ২২১৭ কিলোমিটার, অাসাম (২৬২ কিমি), মেঘালয় (৪৪৩ কিমি) এবং ত্রিপুরা (৮৫৬ কিমি) এবং মিজোরামের সঙ্গে ১৮০ কিলোমিটার সীমান্ত রয়েছে।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৭/ফারজানা