বিজেপির আমলে ভারতের সংবিধান হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।
বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের ১৩৩তম প্রতিষ্ঠা দিবসের এক অনুষ্ঠানে রাহুল এ মন্তব্য করেন। রাহুল বলেন, আজ এটা দেখে খুবই কষ্ট হচ্ছে যে সংবিধান-আমাদের দেশের ভিত্তি, তা হুমকির মুখে পড়েছে। বিজেপির সিনিয়র নেতার একটি মন্তব্য সংবিধানকে সরাসরি ও পিছন থেকে হামলার নামান্তর।
রাহুল আরও বলেন, কংগ্রেস দলের ও প্রত্যেক ভারতবাসীর কর্তব্য সংবিধানকে রক্ষা করা এবং সবার অধিকার রক্ষা করা।
উল্লেখ্য, গত রবিবার সংবিধান নিয়ে বিজেপি নেতা কেন্দ্রীয় স্কিল ডেভলপমেন্ট মন্ত্রী অনন্তকুমার হেগড়ে বলেন, বিজেপি দেশের সংবিধান সংশোধন করবে এবং সংবিধান থেকে 'সেকুলার' শব্দটি বাদ দেবে।
দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটাই ছিল কংগ্রেসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। দিল্লিতে দলের সদর দফতরে দলীয় পতাকাও উত্তোলন করেন রাহুল। এই অনুষ্ঠানে রাহুল ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, গুলাম নবি আজাদ, জর্নাধন দ্বিবেদী, হরিশ রাওয়াত সহ দলের শীর্ষ নেতারা ও সাধারণ কর্মীরা। হেগড়ের মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখান তারা।
বিজেপি ও কংগ্রেস-এই দুইটি রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য বোঝাতে গিয়ে রাহুল বলেন, আজ গোটা দেশে যেটা হচ্ছে তা হল ‘মিথ্যার জাল’। রাজনৈতিক কারণেই বিজেপি মিথ্যের আশ্রয় নিচ্ছে। কিন্তু আমরা (কংগ্রেস) ভাল ফল করতে না পারি, এমনকি আমরা হারতেও পারি। কিন্তু কখনও আমরা মিথ্যের আশ্রয় নেব না। আর এখানেই বিজেপি ও কংগ্রেসের ফারাক।
হেগড়ের ওই মন্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তাকে বহিস্কারের দাবি তুলেছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট। গত বুধবার সংসদেও এই বিষয়টি নিয়ে সরব হয় বিরোধীরা। পরে চাপে পড়ে সংসদীয় প্রতিমন্ত্রী বিজয় গোয়েল রাজ্যসভায় জানান, আমরা কেন্দ্রীয় মন্ত্রী হেগড়ের মন্তব্যকে সমর্থন করি না। আমরা আমাদের দেশের সংবিধান সম্পর্কে প্রতিজ্ঞাবদ্ধ।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৭/ফারজানা