জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকেই বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনার শীর্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এরই মধ্যে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ নতুন একটি রেলস্টেশনের নাম মার্কিন প্রেসিডেন্টের নামে রাখতে যাচ্ছে ইসরায়েল সরকার। এমনটাই জানিয়েছেন দেশটির যোগাযোগমন্ত্রী।
এ ব্যাপারে ইসরায়েল কাটজ বলেন, পরিকল্পনাটি এখন প্রাথমিক পর্যায়ে আছে। জেরুজালেমে নতুন একটি উচ্চ গতির রেললাইন চালু হবে শিগগিরই। সেখানে ‘ওয়েস্টার্ন ওয়াল’ এলাকায় ট্রাম্পের নামে স্টেশনের নামকরণ করা হতে পারে। প্রসঙ্গত, ওয়েস্টার্ন ওয়াল ইহুদীদের কাছে পবিত্র বলে বিবেচিত একটি স্থান।
এদিকে যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র আভনার আভাদিয়া জানান, রেল প্রকল্পটি বাস্তবায়নে ৭০০ মিলিয়ন ডলার খরচ হবে। অনুমোদন পেলে চার বছরের মধ্যে এটির কাজ সমাপ্ত হবে।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ব্যাপরে গত ২১ ডিসেম্বর মার্কিন সিদ্ধান্তের বিপক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাশ হয়েছে। তবে তেলআবিবের পক্ষ থেকে জানানো হয়, তারা এই প্রস্তাব মানে না।
সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ