ব্রাজিল ও কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো প্রশাসন। কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের জেরেই এ বহিষ্কারাদেশ দিয়েছে কারাকাস।
জানা গেছে, ব্রাজিলের রাষ্ট্রদূত রুই পেরেইরা ও কানাডার চার্জ দ্য অ্যাফেয়ার্স (রাষ্ট্রদূতের অবর্তমানে ভারপ্রাপ্ত দূতাবাস প্রধান) ক্রাইব কোয়ালিককে বহিষ্কার করেছে ভেনেজুয়েলা সরকার।
দেশটির প্রভাবশালী গণপরিষদের প্রধান ডেলসি রদ্রিগেজ এই বহিষ্কারাদেশ দেন। পেরেইরার বিরুদ্ধে অভিযোগ তিনি আইনের শাসন লঙ্ঘন করেছেন, আর কোয়ালিকের বিরুদ্ধে অভিযোগ তিনি ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন।
এদিকে ভেনেজুয়েলার এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ব্রাজিল ও কানাডা। দু’টি দেশের সঙ্গেই ভেনেজুয়েলার কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে।
বিডিপ্রতিদিন/ ২৫ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান