রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ জানিয়ে ১৩ নোবেলবিজয়ীসহ বিশ্বের মোট ২৩ বিশিষ্ট ব্যক্তি একটি খোলা চিঠি লিখেছেন। মিয়ানমারের রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিকে উদ্দেশ্য করে ওই চিঠিটি লেখা হয়। শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশী ড. মুহম্মদ ইউনূসের ফেসবুক থেকে এ তথ্য জানা গেছে।
ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও ওই খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন হোসে রামোস-হরতা, আর্চবিশপ ডেসমন্ড টুটু, মেইরিড মাগুইর, বেটি উইলিয়ামস, অসকার অ্যারিয়াস, জোডি উইলিয়ামস, শিরিন এবাদী, তাওয়াক্কল কারমান, লেইমাহ বোয়ি, মালালা ইউসুফজাই, স্যার রিচার্ড জে. রবার্টস, এলিজাবেথ ব্ল্যাকবার্ন, ইতালির সাবেক প্রধানমন্ত্রী রোমানো প্রদি, এমা বোনিনো, রিচার্ড কার্টিস, আলা মুরাবিত, অ্যারিয়ানা হাফিংটন, রিচার্ড ব্র্যানসন, পল পোলম্যান, মো. ইব্রাহিম, জোকেন জাইট্জ ও মানবাধিকারকর্মী কেরি কেনেডি।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৬/ফারজানা