ভারতের মহারাষ্ট্রের পুণেতে একটি বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয় জন নিহত হয়েছে। শুক্রবার ভোরের দিকে পুণের খান্ডোয়া এলাকায় একটি বহুতল ভবনের নিচের তলায় অবস্থিত ‘বেকস এন্ড কেকস’ নামের ওই বেকারিটিতে হঠাৎ আগুন লাগে। এসময় বেকারিটির মধ্যেই ঘুমিয়ে ছিলেন ওই বেকারির শ্রমিকরা। বাইরে থেকে বেকারির দরজা বন্ধ থাকায় শ্রমিকরা সকলেই ভিতরেই আটক পড়েন। আগুনে ভস্মীভূত হয়ে যায় দোকানটির সমস্ত খাদ্যসামগ্রী।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি। আগুন এখন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুন বড় না হলেও বাইরে বেরোনোর কোন পথ ছিল না। তাই দমবন্ধ হয়ে শ্রমিকদের প্রাণহানি ঘটে।
তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান- সর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে। তবে ওই বেকারিটির দরজা বাইরে থেকে বন্ধ ছিল কেন তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ