প্রায় সব সমীক্ষাকে ভুল প্রমাণিত করে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর থেকেই বেশ নির্ভার রয়েছেন তিনি৷ হোয়াইট হাউসের ভেতরে আনুষ্ঠানিক প্রবেশ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা তার জন্য৷ তাই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট৷ আত্মবিশ্বাস এতটাই যে পরপর দুই বারের মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে থাকা বারাক ওবামাকেও তোয়াক্কা করছেন না তিনি৷
সম্প্রতি ওবামা এক কথা প্রসঙ্গে জানিয়েছিলেন আবার ডেমোক্র্যাটদের হয়ে নির্বাচনে লড়ার সুযোগ থাকলে তিনি লড়তেন এবং তিনি ফের জয়লাভ করতেন বলে জানিয়েছিলেন ৷ এই কথার উত্তরেই টুইটারে ওবামার সমালোচনা করতে শুরু করেন ট্রাম্প৷ তিনি বলেন, “প্রেসিডেন্ট ওবামা মনে করেন তিনি আমায় হারিয়ে দিতে পারতেন৷ কিন্তু আমি বলব তা তিনি কোনও ভাবেই করতে পারতেন না৷”
সেই সঙ্গে ট্রাম্প এও দাবি করেন, তার জয়ের আগে নাকি বিশ্ব অন্ধকারময় ছিল৷ কোথাও কোনও আশা ছিল না৷ তার আশার পরই বাজার চাঙ্গা হয়েছে৷ কোটি কোটি টাকা ব্যয় হয়েছে বড়দিনের উৎসব পালনে৷
বিডি-প্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৩