রাশিয়ার টুপোলেভ-১৫৪ নামের একটি সামরিক বিমান কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়ে ৯২ আরোহীর সবার মৃত্যু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।
এদিকে, দুর্ঘটনায় নিহতদের স্মরণে আগামীকাল ২৬ ডিসেম্বর জাতীয় শোক ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
টুপোলেভ-১৫৪ উড়োজাহাজটি মস্কো থেকে রওনা হয়ে জ্বালানি নিতে কৃষ্ণসাগরের অবকাশযাপন কেন্দ্র সোচিতে নেমেছিল। স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে সোচি থেকে উড্ডয়নের দুই মিনিটের মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিমানটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়। সাগরের উপকূলীয় এলাকা থেকে বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে অনুসন্ধানকারী দলের সদস্যরা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমানটিতে ৯২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৮৪ জন যাত্রী এবং ৮ ক্রু সদস্য। সিরিয়ার লাটাকিয়ায় ইংরেজি নববর্ষ উপলক্ষে সেনাবাহিনীর একটি কনসার্টে অংশ নিতে যাওয়ার পথে বিমানটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে। রুশ সেনাবাহিনীর বিখ্যাত গায়ক দলের ৬৪ সেনা সদস্য ছিলেন বিধ্বস্ত বিমানটিতে।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব