বড় একটা যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব! দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের তথ্যমতে ফের পরমাণু বোমা পরীক্ষা করতে চলেছে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে এই পরীক্ষাটি অতীতের সব তীব্রতাকে ছাড়িয়ে যাবে। আর দক্ষিণ কোরিয়ার এ তথ্য সত্য হলে নতুন একটি বিশ্বযুদ্ধের আশঙ্কা অমূলক নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্রও। কারণ, বরাবরই পিয়ংইয়ং- এর পরমাণু পরীক্ষার সমালোচনা করে আসছে দেশটি।
সিওলের ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের (এনআইএস) রিপোর্ট মোতাবেক, গত কয়েক মাস ধরে পুঙ্গাই-রি শহরে মানুষের যাতায়াত ও যানবাহন চলাচল অত্যাধিক বেড়ে গেছে। এই শহরেই চলতি বছরের জানুয়ারি ও সেপ্টেম্বরে দু’বার পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা ইয়নহ্যাপ।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এই পারমাণবিক পরীক্ষা সেরে ফেলতে চান কিম, আশঙ্কা এনআইএস প্রধান লি বিয়াং-হোর। ২০১৬ সালে উত্তর কোরিয়া তাদের চতুর্থ ও পঞ্চম পারমাণবিক পরীক্ষাটি সম্পূর্ণ করেছে। জানুয়ারিতে হাইড্রোজেন বোমা বিস্ফোরণের পর উত্তর কোরিয়া দাবি করে, গোটা আমেরিকাকে মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে তারা। তবে ওই পরীক্ষা আদৌ কোনও ‘হুমকি’ নয় বলেও দাবি করে পিয়ংইয়ং। কাউকে যুদ্ধের প্ররোচনা দিতেও এ কাজ করেনি উত্তর কোরিয়া। শুধু বার্তা দিতে চেয়েছে, তারা পরমাণু শক্তিধর দেশ। আমেরিকাকে জবাব দিতে সক্ষম!
বিডি-প্রতিদিন/এস আহমেদ