তুরস্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর বিরুদ্ধে তদন্ত চলছে। সন্ত্রাসবাদ সম্পর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ১০ হাজার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর বিরুদ্ধে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করেছে বলে জানা যায়।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমেও 'সংকল্পের সাথে' চালানো হচ্ছে। গত ছয় মাসে এ সংক্রান্ত অভিযোগে ৩,৭১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছিল। যাদের মধ্যে ১,৬৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৮৪ জনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জানা যায়, সম্প্রতি তুরস্কে বোমা হামলার পর প্রায় সময়ই টুইটার বা ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে প্রবেশ বন্ধ করে দেয়া হচ্ছে। গত সোমবার তুরস্কে রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা করার পরও ইন্টারনেট সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটে।
বিডি প্রতিদিন/এ মজুমদার