ফিলিপাইনের খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপনের সময় একটি গির্জার বাইরে গ্রেনেড বিস্ফোরিত হয়। এ বিস্ফোরণের ফলে ১৬ জন আহত হয়েছেন। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে গির্জার যাজক ও পুলিশ।
গির্জাটির ফাদার জে ভিরাদোর জানান, বিস্ফোরণের কারণে প্রার্থনাতে যোগ তিতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা গির্জা ছেড়ে পালিয়ে যায়।
মিডসেয়াপ টাউনের পুলিশ প্রধান বেরনার্দো তেয়ং বলেন, "গির্জাটির প্রবেশ পথ থেকে ৩০ মিটার দূরে পুলিশের একটি টহল গাড়ির কাছে গ্রেনেডটি বিস্ফোরিত হয়। এতে এক পুলিশ কর্মকর্তাও আহত হয়। ঘটনার সময় আহতদের বেশিরভাগ উত্তর কোটাবাটোর মিডসেয়াপ টাউনের সেন্ট নিনো প্যারিশ গির্জার বাইরে দাঁড়িয়ে ছিলেন।"
তেয়ং আরও বলেন, "ওই এলাকায় অবিস্ফোরিত আরো একটি গ্রেনেড বা হাতে তৈরি বোমা পাওয়া গেছে এবং বোমা বিশেষজ্ঞরা তা নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন।"
বিডি-প্রতিদিন/ ২৫ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১০