সম্প্রতি ইসরাইল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়ে বলেন, ইসরাইল জাতিসংঘের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টি পুনঃবিবেচনা করছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনের নিন্দা এবং এ প্রক্রিয়া বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাস করার প্রতিক্রিয়ায় গত শনিবার নেতানিয়াহু এ হুশিয়ারি দিলেন।
যুক্তরাষ্ট্র অতীতের অবস্থান থেকে সরে শুক্রবার এ প্রস্তাবে ভেটো (আমি মানি না) ক্ষমতা প্রয়োগে বিরত থাকে। এর আগে মিশরের প্রস্তাবিত এ প্রস্তাবের ওপর বৃহস্পতিবার ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফোন করলে তা থেকে শেষ মুহূর্তে সরে আসেন স্বৈরশাসক জেনারেল সিসির মিশর।
বিডি প্রতিদিন/এ মজুমদার