দুই দেশের সীমান্তে উত্তেজনা থাকলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ নিজের ট্যুইটার অ্যাকাউন্টে এ শুভেচ্ছা জানান মোদি।
ট্যুইটারে মোদি লেখেন, 'পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তার দীর্ঘ ও সু্স্থ জীবন কামনা করি।'
১৯৪৯ সালের ২৫ ডিসেম্বর লাহোরে ব্যবসায়ী পরিবারে নওয়াজের জন্ম। এর আগে গত বছর নওয়াজ শরিফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পাকিস্তানের লাহোরে আকস্মিক সফর গিয়েছিলেন মোদি।
উল্লেখ্য, সম্প্রতি ভারত নিয়ন্ত্রতি জম্মু-কাশ্মীর সীমান্তের উরি সেনাঘাঁটি এলাকায় দুর্বৃত্তদের হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হন। এতে পাকিস্তানের দিকে অভিযোগ করে ভারত। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৬/হিমেল