ব্রাজিলের একটি পতিতালয়ের এক খদ্দের তার পছন্দের পতিতাকে না পেয়ে রাগে, ক্ষোভে আর ঈর্ষান্বিত হয়ে ছয়জনকে গুলি করে হত্যা হত্যা করেছে। ব্রাজিলের সাও পাওলোর জাবোটিকাবাল শহরে বুধবার রাতে এ ঘটনা ঘটে। ঘাতক প্রথমে পালিয়ে যেতে সক্ষম হলেও বৃহস্পতিবার আত্মসমর্পণ করেছে। এএফপি।
কর্তৃপক্ষ বলছে, পতিতালয়ে এসে ঘাতক ব্যক্তি জানতে পারে যে তার প্রিয় পতিতা অন্য একজনের সঙ্গে সময় কাটাচ্ছে। এ খবর জানতে পেয়ে সে তার গাড়িতে ফিরে যায় এবং একটি রিভলবার নিয়ে ফেরত আসে। এরপর সে গুলি চালিয়ে সেই পতিতা, তার খদ্দের এবং আরও চারজনকে হত্যা করে।
বিডি-প্রতিদিন/ ২৫ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৭