ভারতীয়দের মধ্যে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ঠিক কতটা, সেই নিয়ে তর্ক-বিতর্ক চলতেই থাকবে। তারই মধ্যে ভাইরাল হল একটি ভিডিও যা মোদি সং নামেই পরিচিত হয়ে উঠেছে চারদিকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার ফলোয়ার্স এই মুহূর্তে ২৫.৫ মিলিয়ন। খুব অল্প সময়ের মধ্যেই দেশটির অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রীদের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন তিনি। ‘স্বচ্ছ ভারত’, ‘মেক ইন ইন্ডিয়া’, ‘ডিজিটাল ইন্ডিয়া’ ইত্যাদি ভবিষ্যৎমুখী প্রকল্প শুরু করে দেশের মানুষের একাংশকে মুগ্ধ করেছেন। শুধুমাত্র এদেশে বসবাসকারীদের মধ্যেই নয়, অনাবাসী ভারতীয়দের মধ্যেও যে তার জনপ্রিয়তা প্রবল তা দেখা গেছে তা কূটনৈতিক বিদেশ সফরগুলিতে।
এমন ব্যক্তিকে নিয়ে প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের চর্চা চলতে থাকবে এটাই স্বাভাবিক। সম্প্রতি নোটবাতিল ইস্যুতে কিন্তু এক লাফে ব্যাপক হারে বেড়ে গেছে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা। তাই তাকে নিয়ে যে প্রচুর ইন্টারনেট ভিডিও তৈরি হবে, সেটাই স্বাভাবিক। সম্প্রতি ভাইরাল হয়েছে মোদি সং। এখানে নরেন্দ্র মোদির স্তুতি যেমন করা হয়েছে, তেমনই তুলোধোনা করা হয়েছে বর্তমান ও সাবেক কংগ্রেস নেতাদের। এমনকি সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুও সেই তালিকা থেকে বাদ নেই।
সূত্র: এবেলা
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব