মরুভূমির কার্পেট হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এখন সেই দেশেই হচ্ছে তুষারপাত! সারা বিশ্বের মতো সৌদি আরবের মানুষেরা কম অবাক হয়নি। হঠাৎ এ তুষারপাতে ঘর থেকে বেরিয়ে পড়েছে অনেকে।
কেউ তুষারের মধ্যে গড়িয়ে পড়ছে, তুষারে ঢাকা গাছের আড়ালে লুকোচুরি খেলছে, নাচছে, কেউ বা একজন আরেকজনের দিকে তুষার ছুড়ে মারছে।
কেউ আবার এমন দৃশ্যকে ক্যামেরাবন্দী করছে, ভিডিও করছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেসব ছবি, ভিডিও ছড়িয়ে পড়ছে দ্রুত। সৌদি আরবের প্রধানসারির সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, সৌদির দক্ষিণাঞ্চলীয় এলাকাতেই তুষারপাত হচ্ছে বেশি।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৬/ফারজানা