পাকিস্তানের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত ভারত। শর্ত, বৈঠকের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে পাকিস্তানকে।
ভারতের বক্তব্য, পাকিস্তান যদি সন্ত্রাসের পথ থেকে সড়ে না আসে তবে কোন আলোচনাই সম্ভব নয়।
সম্প্রতি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জানিয়েছেন, ইসলামাবাদ ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমেই বিবাদ মেটাতে চায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, আলোচনার প্রস্তাব প্রত্যাখান করেনি ভারত। তবে পাকিস্তান প্রশাসনকে বৈঠকের সুস্থ পরিবেশ তৈরি করতে হবে। পাকিস্তানের পক্ষ থেকে বারবার যুদ্ধ বিরতি লঙ্ঘন করলে আলোচনায় সাড়া দেওয়া হবে না।
ভারতের স্পষ্ট বার্তা, সেনাবাহিনীর বিরুদ্ধে এইভাবে হামলা বজায় থাকলে বৈঠকে বসতে রাজি নয় ভারত। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, জম্মু কাশ্মীরের জনবিন্যাসে পরিবর্তন চায় ভারত। সেই অভিযোগের প্রেক্ষিতে স্বরূপ জানান, পাকিস্তানের এই বিষয়ে মন্তব্য করার অধিকার নেই।
সূত্র: আজকাল