যুক্তরাষ্ট্রের ২০১৬ প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি বার্নি স্যান্ডারস'র চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন হিলারি ক্লিনটন। এক জরিপে দেখা গেছে, মনোনয়ন পাওয়ার দৌড়ে হিলারির জনপ্রিয়তা যেখানে ৫০ শতাংশ সেখানে স্যান্ডারস'র তা মাত্র ৩৪ শতাংশ। তবে সাবেক ফার্স্ট লেডি হিলারি তার রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী টেক্সাস সিনেটর টেড ক্রাজ ও ফ্লোরিডা রাজ্যের সিনেটর মার্কো রুবিও'র চেয়ে পিছিয়ে আছেন। সিএনএন/ওআরসি'র সর্বশেষ পরিচালিত জরিপে এ তথ্য উঠে আসে। ডেমোক্রেট দলের সর্বশেষ বিতর্ক প্রতিযোগিতার পরই জরিপটি করা হয়। খবর পিটিঅাই'র
জরিপে দেখা যায়, ডেমোক্রেট ও ডেমোক্রেট ঘেঁষা ভোটারদের মাঝে হিলারি ক্লিনটনের জনপ্রিয়তা ৫০ শতাংশ। এমনকি পররাষ্ট্রনীতি ও ইসলামিক স্টেট অাইএস'র বিষয়ে হিলারির জনপ্রিয়তা আরো বেশি। পররাষ্ট্রনীতির বিষয়ে হিলারির জনপ্রিয়তা যেখানে ৭২ শতাংশ সেখানে স্যান্ডারস'র অর্জিত পয়েন্ট মাত্র ১২ শতাংশ। অার ইসলামিক স্টেট অাই্এস বিষয়ে হিলারির নীতির প্রতি ৬৩ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। এ বিষয়ে স্যান্ডারস'র নীতির প্রতি মাত্র ১৮ শতাংশ ভোটার সমর্থন দিয়েছেন।
এদিকে, একই জরিপে দেখা যায়, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে হিলারির চেয়ে ২ শতকরা পয়েন্টে এগিয়ে আছেন টেক্সাস সিনেটর টেড ক্রাজ। ক্রাজের প্রতি ৪৮ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে যেখানে হিলারির তা ৪৬ শতাংশ। আর ফ্লোরিডা সিনেটর মার্কো রুবিও'র চেয়ে হিলারি ৩ পয়েন্টে পিছিয়ে আছেন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে রুবিও'র জনপ্রিয়তা ৪৯ শতাংশ।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৫/শরীফ