সমলিঙ্গের বিয়ের বৈধতা দিয়ে একটি আইন গ্রীসের পার্লামেন্টে পাস হয়েছে। পার্লামেন্টে অাইনটি ১৯৩-৫৬ ভোটে পাস হয়। আজ বুধবার দিনের শুরুতেই ভোটের ফলাফল প্রকাশিত হয়। বিয়ের অধিকারের ক্ষেত্রে বৈষম্য থাকায় ইউরোপীয়ান ইউনিয়নের একটি আদালত দেশটির নিন্দা জানিয়েছিল। এর প্রায় ২ বছর পর দেশটিতে সমকামীদের বিয়ের বৈধতা দিয়ে আইনটি পাস হলো। খবর এপির
ক্ষমতাসীন সিরিজা পার্টির সংসদ সদস্যরা আইনটির পক্ষে ভোট দিলেও প্রধান বিরোধী দল রক্ষণশীলরা এর পক্ষে-বিপক্ষে ভোট দিয়েছে।
এদিকে, গ্রীসের প্রভাবশালী অর্থোডক্স চার্চের রক্ষণশীল বিশপরা সমকামী বিয়েসংক্রান্ত অাইনটির তীব্র বিরোধিতা করেছে। এর ফলে পরিবারের মতো একটি সামাাজিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে বলে তাদের যুক্তি।
অপরদিকে, সমকামী বিয়েসংক্রান্ত আইনের উপর ভোটের আগে পার্লামেন্টের বাইরে সমকামী বিয়ের পক্ষের শ' পাঁচেক তরুণ-তরুণী জড়ো হয়েছিল। 'ভালোবাসা হচ্ছে অাইন' এ সংক্রান্ত একটি ব্যানার নিয়ে তারা সেখানে সমবেত হয়েছিল।
বিডি-প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৫/শরীফ