এজিয়ান সাগরের তুর্কি উপকূলে শরণার্থীবাহী একটি নৌকা ডুবে গিয়ে নারী ও শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৩ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরও দু’জন।
বুধবার গ্রিক দ্বীপ ফার্মাকোনিসি’র পূর্বে তুর্কি উপকূলে এ ঘটনা ঘটে বলে গ্রিসের কোস্টগার্ডের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।
খবরে বলা হয়, নৌকাডুবির ঘটনায় ১৩ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এদের মধ্যে ১১ জন পুরুষ ও দু’জন নারী রয়েছেন। নিখোঁজদের উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে খবরে।
গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, একটি হেলিকপ্টার, একটি টহল নৌকা ও একটি বেসরকারি জাহাজ এ উদ্ধার কাজে সহায়তা করছে। তবে ৬ মিটার (২০ ফুট) দৈর্ঘের স্পিডবোটটি কি কারণে ডুবে গেছে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব