আফগানিস্তানে তালেবানদের এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৬ মার্কিন সেনা নিহত হয়েছেন। সোমবার দেশটির বাগরাম বিমানঘাঁটির কাছে এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
সামরিক জোট ন্যাটোর জনসংযোগ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল উইলসন শফনার এক বিবৃতিতে বলেন, ওই হামলায় ৬ সেনা সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। বিমানঘাঁটিটি দেশটিতে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় সামরিক ঘাঁটি বলেও তিনি উল্লেখ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, ‘হামলায় নিহত ন্যাটোর সব সেনা সদস্যই যুক্তরাষ্ট্রের নাগরিক। এ ছাড়া আহত সেনা সদস্যদের মধ্যে দুই জন মার্কিন ও একজন আফগান নাগরিক।’
এদিকে, এ ঘটনার পর পরই টুইটারে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
বিডি-প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব