দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ আম আদমির আরো কয়েকজন নেতার বিরুদ্ধে ১০ কোটি রুপির মানহানির মামলা করেছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কেজরিওয়ালের সরকার জেটলির বিরুদ্ধে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্টস ক্রিকেট অ্যাসোসিয়েশনে [ডিডিসিএ] দুর্নীতির অভিযোগ এনেছেন। শুধু তাই নয়, আম আদমির দিল্লির রাজ্য সরকার গতকাল এ ঘটনা তদন্তে বিচারপতি গোপাল সুব্রামানিয়ামের নেতৃত্বে একটি কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন। এর প্রেক্ষিতেই আম অাদমির কেজরিওয়াল, সঞ্জয় সিং, রাঘব চাধা, আশুতোষ ও দীপক বাজপেয়ীর বিরুদ্ধে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ওই মানহানির মামলাটি করেন। সেইসঙ্গে তিনি আম অাদমির এসব নেতাদের বিচারের মুখোমুখি করানোর জন্য একই আদালতে একটি ক্রিমিনাল মানহানির অভিযোগও করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার
কয়েকটি সূত্রের বরাতে খবরে বলা হয়, দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য অরুণ জেটলির বিরুদ্ধে তদন্ত কমিশন গঠনের ক্ষমতা দিল্লির রাজ্য সরকারের নেই।
এদিকে, ডিডিসিএ'তে দুর্নীতির অভিযোগে অরুণ জেটলির পদত্যাগের কথা নাকচ করে দিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার। ২০১৩ সাল পর্যন্ত জেটলি ডিডিসিএ'র প্রধানের দায়িত্ব পালন করেছেন।
বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৫/শরীফ