অরবিন্দ কেজরিওয়ালের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেন্দ্র কুমারকে সামনে রেখে আপ-এর বিরোধীরা যতই দিল্লি সরকারকে দুর্নীতির সঙ্গে জড়ানোর চেষ্টা চালিয়ে যাক, এই ইস্যুতে অরবিন্দ কেজরিওয়ালের পাশেই দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রীর একসময়ের আন্দোলনের 'গুরু' আন্না হাজারে।
আন্নার বক্তব্য, রাজেন্দ্র কুমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো আজ নতুন নয়। দেড় বছর আগেই এই অভিযোগ উঠেছিল। তখন বিজেপি কেন পদক্ষেপ করেনি?। অরবিন্দেরও উচিত ছিল রাজেন্দ্র কুমারকে প্রিন্সিপাল সেক্রেটারি করার আগে, তাঁর সম্পর্কে ভালো করে জেনে নেওয়া।
দিল্লির আপ সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেন্দ্র কুমারের বাড়ি ও অফিসে সিবিআই তল্লাশি নিয়ে উত্তাল গোটা দেশ। ১৯৮৯ ব্যাচের এই IAS-এর মাত্র ১২ বছরেই বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। রাজেন্দ্র কুমারের দুর্নীতিতে ইতমধ্যেই ব্যাপক ক্ষতি হয়েছে দিল্লি সরকারের। এহেন দুর্নীতিতে অভিযুক্ত একজন আমলাকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন প্রিন্সিপাল সেক্রেটারি নিয়োগ করলেন?
এই ইস্যুতে আন্না হাজারে বক্তব্য, 'প্রথম দোষ হচ্ছে বিজেপি-র। কেন এই অফিসারের বিরুদ্ধে গত দেড় বছরে কোনও পদক্ষেপ করেনি? তারপর ভুল করেছে অরবিন্দ। অরবিন্দ প্রথম থেকেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। আমি শুরুতেই ওকে বলেছিলাম, দুর্নীতির বিরুদ্ধে লড়তে গেলে নিজের আশপাশে সত্ চরিত্রের লোকজন রাখতে হয়। এত বড় একজন অফিসারকে নিজের দপ্তরে নিয়োগ করছেন, তাঁর অতীত সম্পর্কে খোঁজ নেওয়া উচিত ছিল। দেখে নেওয়া উচিত ছিল, ওর চরিত্র কেমন, সমাজে কতটা সম্মানীয়, জীবনধারণ কেমন। এই সব দেখা উচিত ছিল কেজরিওয়ালের। এটা ভুলই করেছেন অরবিন্দ। কিন্তু দোষ বিজেপি-র।'
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন