ভারতের রাজধানী দিল্লিতে আল কায়েদা ইন ভারতীয় উপমহাদেশের [একিউআইএস] সন্দেহভাজন এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ আসিফ নামে দিল্লির এই বাসিন্দাকে ১৪ ডিসেম্বর গ্রেফতার করা হয় বলে পুলিশ আজ জানিয়েছে। খবর দ্য হিন্দুর
দিল্লি পুলিশের বিশেষ শাখার বিশেষ কমিশনার অরবিন্দ দীপ আজ জানান, দু'দিন আগেই দিল্লিতে আসেন আসিফ। তার উপস্থিতির ব্যাপারে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল ও তাকে গ্রেফতার করেছি।
আফগান-পাকিস্তান অঞ্চলে মোহাম্মদ আসিফ প্রশিক্ষণ নিয়েছে। পরে সে ভারতে ফিরে এসে কয়েকজনকে একিউআইএস'র সদস্য হিসেবে নিয়োগ করে পুলিশ জানিয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/শরীফ