আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক পাড়ায় আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়েছে তালেবানরা। এতে দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন।
আজ শুক্রবার স্প্যানিশ দূতাবাসের বিপরীতে একটি গেস্ট হাউসকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বেশ কিছু পশ্চিমা দেশের দূতাবাস ও সরকারি ভবনের অদূরে এ ‘মিশনে’ যায় তালেবানরা।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সেদ্দিকি বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তড়িৎ পদক্ষেপ নিয়েছে নিরাপত্তা বাহিনী।
বিডি-প্রতিদিন/ ১১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন