ভারতের রাজধানী দিল্লিতে গণধর্ষণের ঘটনা যেন থামছেই না। শহরটিতে প্রায়ই বাসে ও বিভিন্ন স্থানে গণঘর্ষণের ঘটনা অব্যাহতভাবে ঘটছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ওয়েস্ট দিল্লির রানহোলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী ছয় তরুণ কর্তৃক ঘর্ষিত হয়েছে। এ ঘটনায় ৫ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ঘর্ষকদের মধ্যে কয়েকজন ওই মেয়ের পূর্বপরিচিত বলে পুলিশ জানিয়েছে। খবর দ্য হিন্দুর
পুলিশ জানায়, ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী তার পরিচিত কয়েকজন ছেলের সঙ্গে স্কুল থেকে বের হয়। পরে আরো কয়েকজন তাদের সঙ্গে যোগ দেয়। এরপর একটি বাসে চড়ার সময় ঘর্ষণের ওই ঘটনা ঘটে।
পুলিশের একটি কন্ট্রোল রুম ভ্যান বাসটিতে কিছু একটা ঘটছে টের পেয়ে সেটিকে ধাওয়া করে। পরে বাসটি থামিয়ে তারা ওই ৫ ধর্ষককে গ্রেফতার ও ওই ছাত্রীকে উদ্ধার করে। আটক ৫ ধর্ষকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন রমেশ, নরেন্দ্র, রাহুল, সন্দ্বীপ ও সুরজ।
উল্লেখ্য, গত অক্টোবরে ওয়েস্ট দিল্লির রানহোলাতেই ২ বছরের এক শিশু পার্কে খেলা করার সময় গণধর্ষণের শিকার হয়। এ ঘটনার ২ মাস না পেরোতেই এক ছাত্রীকে গণধর্ষণের শিকার হতে হলো।
বিডি-প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৫/শরীফ