চীন ও পাকিস্তান একটি যৌথ সামরিক মহড়া শুরু করেছে। 'ইউওয়াই৫' নামের দু'সপ্তাহের মহড়ায় দেশ দু'টির বিশেষ বাহিনী অংশ নিয়েছে। মহড়াটি চীনের নিংসিয়া হুই স্বায়ত্বশাসন অঞ্চলের কিংতোংসিয়া শহরে শুরু হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর’এর এক বিবৃতিতে এ সব কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মহড়ার আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তান এবং চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএ’র পদস্থ সেনা কর্মকর্তারা অংশ নিয়েছেন। এ সময়ে দু’দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
'বন্ধুত্ব বছর ২০১৫'এর অংশ হিসেবে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। মহড়ায় সন্ত্রাসীবিরোধী অভিযান, পণবন্দি উদ্ধার, কর্ডন দেয়া এবং তল্লাসি চালানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
উত্তরাঞ্চলীয় চীনের কঠিন আবহাওয়ায় এ মহড়া চলবে। পাকিস্তান সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী যুদ্ধের অভিজ্ঞতা এ মহড়ার মাধ্যমে বিনিময় করা হবে। এ ছাড়া পাক-চীন গভীর সামরিক সম্পর্ককে আরো জোরদার করবে এ মহড়া।
বিডি-প্রতিদিন/৯ ডিসেম্বর ২০১৫/শরীফ