আফগানিস্তানের কান্দাহার আন্তর্জাতিক বিমানবন্দরে আফগান ফোর্সের সঙ্গে তালেবান জঙ্গির মধ্যে বন্দুকযুদ্ধে ১০ তালেবান জঙ্গি নিহত হয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে অবস্থিত বিমানবন্দরে হামলা চালায় তালেবান জঙ্গিরা। পরে আফগান ফোর্সের সদস্যরা পাল্টা আক্রমন চালালে উভয় পক্ষের মধ্যে ৭ ঘণ্টব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ১০ জঙ্গি নিহত হয়।
স্থানীয় সরকারের একজন মুখপাত্র শামিম খপালওয়াক বলেন, বিমানবন্দর এলাকায় একটি স্কুলে অবস্থান নিয়ে জঙ্গিরা বিমানবন্দর লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে ফেলে। জঙ্গিদের সমুচিত জবাব দেয় তারা।
আল-জাজিরার কাবুল প্রতিনিধি জানান, গত ২৪ ঘন্টার মধ্যে কান্দাহারে এটা দ্বিতীয় ভয়াবহ হামলা। এর আগে, গতকাল সোমবার রাতে কান্দাহার পুলিশ স্টেশনে হামলা চালায়। এতে তিন পুলিশ কর্মকর্তা ও দুই হামলাকারী নিহত হয়।
বিডি-প্রতিদিন/০৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব