যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।
ক্যালিফোর্নিয়ার বারনারদিনোয় বন্দুকধারী এক মুসলমান দম্পতির প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে তিনি সোমবার এই আহ্বান জানান। গত সপ্তাহে ওই দম্পতির হামলায় ১৪ জন নিহত হয়।
এদিকে ট্রাম্পের এই বক্তব্যে কড়া সমালোচনার করে একে অ-মার্কিনসুলভ বক্তব্য বলে মন্তব্য করেছে হোয়াইট হাউজ।
আবাসন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিনিদের প্রতি বিশ্বব্যাপি মুসলমানদের ঘৃণার মাত্রা এতোটাই বেশি যে, এর সমাধান না হওয়ার আগ পর্যন্ত তাদের আমেরিকায় প্রবেশে পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ প্রয়োজন।
কট্টরপন্থি এই রিপাবলিকান প্রার্থী বলেন, যতক্ষণ পর্যন্ত আমরা এই সমস্যাটি নির্নয় ও বুঝতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের দেশকে তাদের হুমকির মুখে ফেলতে পারি না যারা কেবল জিহাদে বিশ্বাস করে এবং মানুষের জীবনের মূল্য সম্পর্কে যাদের ধারণাই নেই।
ট্রাম্পের এই বক্তব্যের সমালোচনা করে এক বিবৃতিতে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের এ বক্তব্য মার্কিন মূল্যবোধ ও জাতীয় নিরাপত্তার স্বার্থের পরিপন্থী।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৫/এস আহমেদ